আজকের দিনটি খেলা-পাগল দর্শকদের জন্য একেবারেই জমজমাট। সকালের শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল, আর রাত গড়াতেই একে একে পর্দায় হাজির হবে আইপিএল, পিএসএল ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো হাইভোল্টেজ ম্যাচ। ক্রিকেট ও ফুটবলের ভক্তদের জন্য আজকের দিনটিতে একটানা উত্তেজনার আয়োজন থাকছে।
সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি ওয়ানডে ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল। প্রথম ম্যাচের ফলাফল ও পারফরম্যান্সের ভিত্তিতে আজকের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করা হচ্ছে।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে মাঠে নামবে নারী ক্রিকেটাররা। ত্রিদেশীয় নারী ওয়ানডে সিরিজের আজকের ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই ম্যাচটি দেখা যাবে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এ সিরিজে প্রতিটি ম্যাচেই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, তাই আজকের ম্যাচটিও নজর কাড়তে পারে।
রাতের প্রথম হাইভোল্টেজ ম্যাচটি আইপিএল-এর। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে রাত ৮টায়। আইপিএল মানেই প্রতিটি ম্যাচে উত্তেজনার ছোঁয়া। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
একঘণ্টা পর রাত ৯টায় শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স মাঠে নামবে আজকের প্রতিদ্বন্দ্বিতায়। পিএসএলের এই ম্যাচটি দেখা যাবে নাগরিক টিভিতে।
রাত যত গভীর হবে, উত্তেজনাও তত বাড়বে। রাত ১টায় শুরু হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে ফ্রান্সের জায়ান্ট পিএসজি ও ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম লেগে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর আজকের ম্যাচ নির্ধারণ করবে কে যাবে ফাইনালে। ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২।
সব মিলিয়ে আজকের দিনটি ক্রীড়ামোদীদের জন্য দারুণ এক উৎসব। সকালের শুরু থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ম্যাচে জমে উঠবে উত্তেজনার পারদ। সময় মতো টিভির পর্দায় চোখ রাখুন, যেন কোনো ম্যাচ মিস না হয়।